শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপত্তা নিশ্চিতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন ভোটকেন্দ্রের নিরাপত্তায় বডি ক্যামেরা কেনা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত: অর্থ উপদেষ্টা শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তত থাকার আহ্বান সেনাপ্রধানের বিভিন্ন গণমাধ্যমে আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: মির্জা ফখরুল ৩-৪ দিনের মধ্যে সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা ২৪ ঘণ্টায় নাশকতার অভিযোগে ৫০ জন গ্রেফতার: ডিএমপি কমিশনার বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল বন্ধ বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন অপু শেখ হাসিনার রায় ঘিরে আশঙ্কার কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২০০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১ জন, খুলনা বিভাগে ৫৫ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৬৬ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৭৯ জন (সিটি করপোরেশনের বাইরে), রংপুর বিভাগে ৩৩ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৫ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

এদিকে গত একদিনে সারা দেশে ৯০১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ৩৮৮ জন।

 

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৭৬ হাজার ২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩০৮ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page